About Our Company

তথ্য প্রযুক্তির বদৌলতে আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ। আর এই ডিজিটাল যুগে এদেশের নারীদের কাছে ই-কমার্স সুবিধা পৌঁছে দিতেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন "তথ্য আপা" প্রকল্পের অনন্য প্রয়াস লালসবুজ ডটকম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের তৈরীকৃত ও সংগৃহীত নিত্য প্রয়োজনীয় ও সৌখিন পণ্যের সমাহার ঘটেছে লালসবুজ মার্কেটপ্লেসে। দেশব্যাপী লাখো নারী উদ্যোক্তাদের পণ্য ই-কমার্সের মাধ্যমে দেশজুড়ে ডিজিটাল ক্রেতা সাধারণের নিকট পৌছে দিয়ে নারীর অর্থনৈতিক মুক্তিতে উল্লেখযোগ্য অবদান রাখার প্রত্যয়ে লালসবুজের পথচলা।

“তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” এর অনতম উদ্দেশ্য হলো দেশব্যাপী ৪৯০ টি তথ্যকেন্দ্রের মাধ্যমে গ্রামীন নারী উদ্যোক্তাদের ই-কমার্স সহায়তা প্রদান করা। আর এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগীতা করছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট। লালসবুজ ডট কমের কারিগরী সহায়তা প্রদান করছে যৌথভাবে ফিউচার স্কাই লিমিটেড এবং কমজগৎ টেকনোলজিস।

 

 

Top