তথ্য প্রযুক্তির বদৌলতে আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ। আর এই ডিজিটাল যুগে এদেশের নারীদের কাছে ই-কমার্স সুবিধা পৌঁছে দিতেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন "তথ্য আপা" প্রকল্পের অনন্য প্রয়াস লালসবুজ ডটকম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের তৈরীকৃত ও সংগৃহীত নিত্য প্রয়োজনীয় ও সৌখিন পণ্যের সমাহার ঘটেছে লালসবুজ মার্কেটপ্লেসে। দেশব্যাপী লাখো নারী উদ্যোক্তাদের পণ্য ই-কমার্সের মাধ্যমে দেশজুড়ে ডিজিটাল ক্রেতা সাধারণের নিকট পৌছে দিয়ে নারীর অর্থনৈতিক মুক্তিতে উল্লেখযোগ্য অবদান রাখার প্রত্যয়ে লালসবুজের পথচলা।
“তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” এর অনতম উদ্দেশ্য হলো দেশব্যাপী ৪৯০ টি তথ্যকেন্দ্রের মাধ্যমে গ্রামীন নারী উদ্যোক্তাদের ই-কমার্স সহায়তা প্রদান করা। আর এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগীতা করছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট। লালসবুজ ডট কমের কারিগরী সহায়তা প্রদান করছে যৌথভাবে ফিউচার স্কাই লিমিটেড এবং কমজগৎ টেকনোলজিস।